ছাত্র কল্যাণ এসোসিয়েশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
জি,এম স্বপ্না :
সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউপির বোয়ালিয়ার চর পশ্চিমপাড়া ছাত্র কল্যাণ এসোসিয়েশনের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। জুমাতুল বিদা (২১ এপ্রিল) বাদ জুমা গ্রামের অসহায়, সুবিধাবঞ্চিত,হতদরিদ্রদের বাড়িতে ঈদ সামগ্রী নিয়ে ছুটে চলেন সংগঠনের একঝাঁক ছাত্ররা। সমাজের বেশ কিছু সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল,তেল, চিনি, দুধ,লাচ্চা, সেমাই,শ্যাম্প,আলু,পেয়াজ,লবণ বিতরণ করেন।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের প্রধান উপদেষ্টা,সমাজ সেবক আবদুস ছালাম মাস্টার। সংগঠনের প্রতিষ্ঠাতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্স সম্পন্ন ছাত্র আরিফুল ইসলাম আরিফ বলেন,আমাদের সমাজে এমনও আছেন, যাদের ঠিকমত ঈদ আনন্দ করার সামর্থ নেই। আমরা ঐ সকল অসায়দের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সংগঠনের সদস্য মাসুদ রানা, সাইদুল সহ অনেকেই বলেন,আমাদের এই আয়োজনকে অব্যাহত রাখতে আমরা ছাত্র কল্যাণ এসোসিয়েশন সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।প্রবাসী উপদেষ্টা,সমাজ সেবক আলী হায়দার, প্রবাসী -বিশিষ্ট সমাজ সেবক নাজমুল হোসেন ভিডিও কলে গ্রামের শিক্ষিত যুবকদের সমাজ সেবা মুলক কাজে ধন্যবাদ জানান এবং পরামর্শ ও আগামীতেও সহযোগীতার হাত বাড়াবেন বলে আশ্বাস প্রদান করেন। সংগঠনের সদস্য মোক্তার হোসেন,ফেরদৌস,রাকিব, ফরিদুল বলেন,আমরা চেষ্টা করছি শুধু ঈদ উপহার নয়,আগামীতে অন্যান্য সমাজ সেবা সেবা মুলক কাজেও যেন আমরা অসহায়দের পাশে দাঁড়াতে পারি।সংগঠনের অন্যান্য সদস্য কাওসার,শরিফুল, মনিরুল, নোমান, তারেক,রোকন,মানসুর রাকিব,রাজু,হৃদয়,শরিফ,রোমান,নাছিম,বকুল,শুভ, ফেরদৌস,রাশিদুল,কামরুল, রানা বলেন,আমরা গ্রামের শিক্ষিত যুবক হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার লক্ষ্যেই মুলত সংগঠন করেছি। তাই আমাদের সাধ্যমত চেষ্টার মাধ্যমে এ ধারা অব্যাহত রাখতে চাই। প্রধান উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার জানান,গ্রামের পশ্চিম পাড়া ছাত্র সমাজের এ মহতী উদ্যোগকে আগামীতে আরও বৃদ্ধি করতে যার যার জায়গা থেকে সার্বিক সহযোগীতাসহ পশ্চিম পাড়ার প্রবাসী ভাইদের পুর্নাঙ্গ সহযোগীতা ও আগামীতে দানের হাত আরও বৃদ্ধির জন্য অনুরোধ জানান।