কাজিপুরে বাঙালির প্রাণের উৎসব ১ বৈশাখ উদযাপিত
১৪ অক্টোবর, ২০২৫ ১১:৩৬ অপরাহ্ন

  

কাজিপুরে বাঙালির প্রাণের উৎসব ১ বৈশাখ উদযাপিত

আব্দুল জলিল
১৪-০৪-২০২৩ ০৯:২৭ অপরাহ্ন
কাজিপুরে বাঙালির প্রাণের উৎসব ১ বৈশাখ উদযাপিত

সিরাজগঞ্জের কাজিপুরে বাঙালি চিরায়ত প্রাণের উৎসব ১ বৈশাখ নানা আয়োজনে উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে সকালে কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ, আলমপুর এনএম উচ্চ বিদ্যালয়, মুনলাইট কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলসহ নানা প্রতিষ্ঠান অংশ নেন। শোভাযাত্রায় নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এতে অংশ নেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাস, উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পি্পিএম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা, পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার আলাউদ্দিন, যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, তথ্য আপা মৌসুমী বসাক, ভেটেরিনারী সার্জন মাহমুদুল হাসান, সহকারি মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক, কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিলসহ নানা শ্রেণিপেশার মানুষ।

এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তাগণ বাঙালির চিরায়াত উৎসবের এই দিনে মুক্তিযাদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।এরপর বাঙালির নিজস্ব উৎসবদের অন্যতম অনুষঙ্গ লাঠিখেলা অনুষ্ঠিত হয়। এসময় স্কুল কলেজের শিক্ষার্থীগণ নেচে গেয়ে আনন্দ করে।

এর আগে বক্তব্যের শুরুতে ভার্চুয়ালি কাজিপুরবাসীর প্রতি শুভকামনা জানান জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাকিল জয়।


আব্দুল জলিল ১৪-০৪-২০২৩ ০৯:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 377 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com