শিরোনামঃ
আব্দুল জলিল ২৩-০২-২০২৩ ০৯:১৯ পূর্বাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে ২২ ফেব্রুয়ারি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিক্ষা অফিসের বাস্তবায়নে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে এই আয়োজনের উদ্বোধন করা হয়। জাতীয়, ক্রীড়া পতাকা ,বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার। এসময় বিশেষ অতিথি হিসাবে পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার ,শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, কাজিপুর থানার অফিসার ইন চার্জ শ্যামল কুমার দত্ত, শিক্ষক সমিতির সভাপতি শওকত হোসেন, সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় পৌরসভা সহ ১২ ইউনিয়নের ১০ জন করে খেলোয়ার মোট ৩০ টি ইভেন্টে অংশ নেয়। দুপুরে হলরুমে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক ও সাংবাদিক আবদুল জলিল, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, শিক্ষক রবিউল হাসান নান্নু, আতিকুর রহমান প্রমূখ। বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, তার সহধর্মিনী আফিয়া আফরোজ মিনা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com