কাজিপুরে সোনামুখীতে এম মনসুর আলী স্মৃতি ভলিবল এর ফাইনাল অনুষ্ঠিত
০৯ অক্টোবর, ২০২৫ ০৩:৫৪ অপরাহ্ন

  

কাজিপুরে সোনামুখীতে এম মনসুর আলী স্মৃতি ভলিবল এর ফাইনাল অনুষ্ঠিত

আব্দুল জলিল
২২-০২-২০২৩ ০৮:২৬ পূর্বাহ্ন
কাজিপুরে সোনামুখীতে এম মনসুর আলী স্মৃতি ভলিবল এর ফাইনাল অনুষ্ঠিত

ভাষা শহিদদের স্মরণে সিরাজগঞ্জের কাজিপুরে শহিদ এম মনসুর আলী স্মৃতি ভলিবল প্রতিযোগিতার ফাইনাল  অনুষ্ঠিত হয়েছে। সোনামুখীর স্বনামধন্য প্রতিষ্ঠান নবজাগরনী ক্রীড়া সংঘ এই খেলার আয়োজন করে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ) বিকেলে  সোনামুখী হাই স্কুল মাঠে ভলিবল প্রতিযোগিতায় জয় পেয়েছ চৌকিবাড়ি ভলিবল ক্লাব। তারা মাষ্টার্স স্পোর্টিং  ভলিবল ক্লাব কাজিপুরকে পরাজিত করে।এই খেলাটি  পরিচালনা করেন,  টুর্ণাটমেন্ট কমিটির সভাপতি পলাশ বাবু রনি, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সজল।  নকআউট পদ্ধতির এই খেলার মোট আটটি দল অংশ নেয়।  

যুবসমাজকে মাদক এবং সন্ত্রাসমুক্ত রাখা এবং মহান মুক্তিযুদ্ধ ও ভাষা শহিদদের সম্পর্কে যুবকদের জানানোর জন্যেই ভাষার মাসে প্রতিবছর এই খেলার আয়োজন করা হয়। এতে করে এলাকার মানুষ একদিকে যেমন নির্মল আনন্দ লাভ করে তেমনি নানা অপরাধ প্রবণতা থেকে তারা দূরে থাকে। খেলা শেষে সাংবাদিকদের নিকট এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  এবং এই খেলার রূপকার আবু তালেব।

খেলার ধারা বর্ণণায় ছিলেন সহকারি অধ্যাপক ও সাংবাদিক আব্দুল জলিল এবং সোনামুখী ইউনিয়ন আ.লীগের যুগ্ন সম্পাদক আনোয়ারুল ইসলাম অরুন। খেলায় মেডিকেল টিমের সহায়তা করে গ্রিনলাইফ ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার সোনামুখী।

সার্বিক সহযোগিতায় ছিলেন আকতার হোসেন, আব্দুর বারী নান্নু, আনিসুর রহমান অনুকুল, ছোটন, লিয়াকত হোসেন, খায়রুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ,আনোয়ার, ইউনুস,ফরিদ,রাশেদ,  নাসির,হালিম,আশরাফ, রাসেল, মাহমুদুল,হিমেল,রকি,ফোরহাদ রুবেল, সৌরভ প্রমূখ।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার । এ সময় উপস্থিত ছিলেন, আমিনা মনসুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, সরকারি বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আব্দুর রাজ্জাক, সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক ,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার ,সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান আলী খান ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভৌমিক প্রমূখ। 


আব্দুল জলিল ২২-০২-২০২৩ ০৮:২৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 300 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com