শিরোনামঃ
আব্দুল জলিল ২০-০২-২০২৩ ০৭:৫৬ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে মোহাম্মদ নাসিম স্মৃতি ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে চারটায় কাজিপুর উপজেলা পরিষদ খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এমপি জয় বলেন, কাজিপুরের কিংবদন্তি নেতা মোহাম্মদ নাসিমের নামে প্রথমবারের মতো আয়োজিত খেলায় আশা করি যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিবে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই খেলা সবাইকে নির্মল আনন্দ দিবে। এর মাধ্যমে সমাজ থেকে জুয়া মাদকসহ নানা প্রকারের অপরাধ কর্ম থেকে দূরে থাকবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার।
প্রথম দিনের ভলিবল খেলায় কাজিপুর পৌরসভাকে হারিয়ে জয় পেয়েছে সোনামুখী ইউনিয়ন দল। সন্ধায় ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com