শিরোনামঃ
![]() ০৪-০২-২০২৩ ০৩:৩৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে রুবেল আলম(৪২)আ.লীগ নেতাকে মারধোর করেছেন এব যুবলীগ নেতা। এই ঘটনায় মারধোরের শিকার ওই আ.লীগ নেতা কাজিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। নির্যাতনের শিকার ওই আ.লীগ নেতা উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্রামের ১ নং ওয়ার্ড আ.লীগের সাংগঠনিক সম্পাদক। আর অভিযুক্ত যুবলীগ নেতা বাবু মন্ডলের(৩২) বাড়িও একই গ্রামে। তিনি ওই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
থানায় দেয়া অভিযোগসূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি সোনামুখী গরু হাটে দায়িত্ব পালন করছিলেন রুবেল। এসময় হঠাৎ করে পূর্ব বিরোধের জের ধরে ওখানে গিয়ে রুবেলকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকেন বাবু। আশপাশে এসময় অনেক লোক জড়ো হয়ে যায়। গালাগাল করতে নিষেধ করলে বাবু মন্ডল রুবেলকে কিলঘুষি মারতে শুরু করে। পরে হাটের অন্যান্য ইজারাদারগণ এগিয়ে এসে বাবুকে নিবৃত করে। বাবু চলে যাবার সময়ও রুবেলকে যেখানে পাবে সেখানেই আবারো মারবে বলে শাষিয়ে যায়। এই ঘটনায় হাট কমিটির লোকজন ও গণ্যমাণ্য ব্যক্তিগণের পরামর্শে বাবুকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন রুবেল।
মারধোরের শিকার রুবেল বলেন, পারিবারিকভাবেই আমি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। বাবু আমার ছোট। তারপরেও পেশি শক্তির জোর দেখিয়ে আমার গায়ে সে হাত তুলেছে। সে মূলত রিপন সাহেবের হয়ে কাজ করে। তাই এমপি জয়ের লোক হিসেবে আমাকে সহ্য করতে পারেনি। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার বলেন, বিষয়টি আমরা জেনেছি। ঘটনা সত্যি। আমরা শিঘ্রই বসে বিষয়টি মিটিয়ে দেবো।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com