রায়গঞ্জে জনগুরুত্বপুর্ণ রাস্তা পাকা না হওয়ায় ভোগান্তি চরমে
১৫ অক্টোবর, ২০২৫ ০৯:৫৩ পূর্বাহ্ন

  

রায়গঞ্জে জনগুরুত্বপুর্ণ রাস্তা পাকা না হওয়ায় ভোগান্তি চরমে

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০১-০২-২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন
রায়গঞ্জে জনগুরুত্বপুর্ণ রাস্তা পাকা না হওয়ায় ভোগান্তি চরমে

 জি,এম স্বপ্না : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নিজামগাঁতী থেকে গ্রামপাঙ্গাসী বাজার পর্যন্ত আড়াই কিলোমিটার আঞ্চলিক জনগুরুত্বপূর্ণ সড়কটি পাকা না হওয়ায় ৪- ৫ গ্রামের হাজার হাজার মানুষ পড়েছে চরম দুর্ভোগে। সড়কটিতে শুধু ইট থাকার কারনে কোনো যানবাহন চলাচল করতে পারছে না। একটু বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন জায়গার গর্তে পানি জমে থাকে।

ফলে যানবাহন চালকেরা আসতে চায় না এ সড়কে। জনগুরুত্বপূর্ণ সড়কটিতে বর্ষা মৌসুমে ছাত্র-ছাত্রীদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতে নিদারুন কষ্টে পড়তে হয়। । সড়কটিতে নামকাওয়াস্তে হেরিং বোন, ইট বিছানো থাকায় খটখটির মধ্যে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এলাকার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। যাতায়াত সহ খাদ্য শস্য যানবাহনে নিয়ে যেতে কয়েকগুন বেশি টাকা গুণতে হয়।

এ ব্যাপারে পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বেল্লাল হোসেন খান বলেন, এলাকার জনসাধারনের চলাচলের জন্য এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটি পাকা করন বিষয়ে অবশ্যই চেয়ারম্যান সাহেবের সাথে বসব। সড়কটি পাকা করন বিষয়ে পাঙ্গাসী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নুর কাছে জানতে চাইলে তিনি জানান, নিজামগাতি টু গ্রামপাঙ্গাসী সড়কটি একটা জনগুরুত্বপূর্ণ সড়ক। সড়কটি পাকা করা খুবই দরকার। এ ব্যাপারে মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে পাকা করণের প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০১-০২-২০২৩ ০৯:৩৮ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 371 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com