শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ২৫-০১-২০২৩ ০১:৫৪ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ নর্থ-ওয়েষ্ট পাওয়ার কোম্পানির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ সিরাজগঞ্জের চৌহালীতে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে ‘ নর্থ-ওয়েষ্ট পাওয়ার জেনারেল কোম্পানি লি: এর CSR কার্যক্রমের উদ্যোগ কম্বল বিতরণ ’। বুধবার বেলা ১২ টার দিকে চৌহালী কলেজ চত্বরে শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নর্থ-ওয়েষ্ট কোম্পানির প্রধান প্রকৌশলী মো: শফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এজেন্ত কুমার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার( পিআইও) মোহাম্মদ মজনু মিয়া ,চৌহালী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, মাইটিভির প্রতিনিধি আব্দুল লতিফ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব।
দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, এখন যত দ্রুত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। নর্থ-ওয়েষ্ট কোম্পানির প্রধান প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি। এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান৷
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com