কাজিপুরে পৃথক অভিযানে আটক দুই নাবিউর রহমান চয়নঃ কাজিপুর প্রতিনিধি ঃ সিরাজগঞ্জেের কাজিপুর থানা পুলিশ পৃথক অভিযানে চুরি ও মাদক মামলায় দুইজনকে আটক করেছ।
কাজিপুর খানা সুএে জানা গেছে গত বুধবার রাতে উপজেলার কুনকুনিয়া গ্রাম থেকে মৃত রফি মন্ডলের পুত্র কামরুল) (২০) কে চুরির মামলায় আটক করে ।
অন্য দিকে বৃহস্পতিবার দুপুরে আলমপুর থেকে মাদক মামলার তালিকা ভূক্ত আসামি মেঘাই গ্রামের মৃত চানমিযার পুত্র শাকিল ( ২৮) কে আটক করে। বিকালে
আব্দুল জলিল ১৯-০১-২০২৩ ০৯:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 229 বার দেখা হয়েছে।