'ফ্রেন্ডস অব আর্ন এ্যান্ড লিভ কাজিপুর’ এর দেয়া শীতের কম্বল পেলো পঞ্চাশ দুস্থ পরিবার
০৫ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩১ অপরাহ্ন

  

'ফ্রেন্ডস অব আর্ন এ্যান্ড লিভ কাজিপুর’ এর দেয়া শীতের কম্বল পেলো পঞ্চাশ দুস্থ পরিবার

আব্দুল জলিল
০২-০১-২০২৩ ০৫:৫৭ অপরাহ্ন
'ফ্রেন্ডস অব আর্ন এ্যান্ড লিভ কাজিপুর’ এর দেয়া শীতের কম্বল পেলো পঞ্চাশ দুস্থ পরিবার

হাড় কাঁপানো শীতে জবুথবু কাজিপুরের জনপদ। বিশেষ করে ছিন্নমূল এবং দুঃস্থ মানুষদের করুন দশা। তাদের শীত নিবারণে নেই  চাহিদামতো কম্বল। এসব বিবেচনায় এনে 'শহর থেকে দূরে দুস্থ প্রতিবন্ধী মানুষের তরে' স্লোগানে কাজিপুরের পঞ্চাশ জন দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়। গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাঁচ-ছয়টি গ্রাম ঘুরে শীতবস্ত্রগুলো বিতরণ করেন 'ফ্রেন্ডস অব আর্ন এ্যান্ড লিভ কাজিপুর' নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এতে সহযোগিতা করেন 'ফ্রেন্ডস অব আর্ন এ্যান্ড লিভ লন্ডন'। সংগঠনটির প্রতিষ্ঠাতা ফরিদা ইয়াসমিন জেসি।

শীতবস্ত্র পেয়ে খুশি হাটশিরার প্রতিবন্ধী লুৎফর রহমান বলেন, 'দশ বছর আগে ব্রিজের কাজ করার সময় মাটি ভেঙে পড়ে আমাকে চাপা দেয়। তখন আমার বাঁচার কথাই ছিল না। গরীব মানুষ চিকিৎসায় সব হারিয়ে নিঃস্ব এখন। শীতে কষ্ট হচ্ছিল। একটা কম্বল পেয়েছি খুব ভালো লাগছে।'

আরেক প্রতিবন্ধী আকাইলা বলেন, 'প্যারালাইসিস হয়ে চইলবার পারিনা। ভ্যানে করে বাড়ি বাড়ি চায়া চিন্তা খাই। শীতের কাপড় কিনবার পারিনা। একটা কম্বল দিছে। ভালোই হইলো। শীতে আর কষ্ট হইবো না।'

'ফ্রেন্ডস অব আর্ন এ্যান্ড লিভ কাজিপুর' এর প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুল ইসলাম বলেন, আমরা এই টিমের সবাই কোন না কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমরা সবাই এমন মানবিক কাজের অংশ হতে পেরে আনন্দিত- গর্বিত। এই কাজের দরুণ ছিন্নমূল মানুষের সাথে মিশতে পেরেছি, তাদের আকুতি, চাওয়া বুঝতে পেরেছি।


আব্দুল জলিল ০২-০১-২০২৩ ০৫:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 165 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com