কৃষকলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন নূর মোমিন রানা
১১ অক্টোবর, ২০২৫ ০২:১৭ অপরাহ্ন

  

কৃষকলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন নূর মোমিন রানা

আব্দুল জলিল
৩১-১২-২০২২ ০১:০৬ অপরাহ্ন
কৃষকলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন নূর মোমিন রানা

স্টাফ রিপোর্টারঃ ছোটবেলা থেকেই কৃষকদের কল্যাণে কাজ করতে করতে বড় হয়ে বেছে নিয়েছেন কৃষিবান্ধব ‘মেসার্স নূর ট্রেডার্স’। সরকার অনুমোদিত বিএডিসির প্রথম শ্রেণির একজন পরিবেশক। ছোটবেলা থেকেই তিনি আওয়ামী ঘরানার ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। কিন্তু কখনো কোন পোস্ট পদবী চাননি। পুরো উপজেলার কৃষকসমাজ তাকে এক নামে চেনে ও জানে। ২০০৬ সাল থেকে এখন অবধি তিনি এই ব্যবসায় জড়িত রয়েছেন। এই দীর্ঘ সময় ধরে কৃষকদের সেবা দেয়া মানুষটিই এবার কৃষকদের উন্নয়নে কাজ করতে সাধারণ কৃষকগণ তাকে একজন প্রার্থি হিসেবে দাঁড় করিয়েছেন।এ কারণেই তিনি এবার কাজিপুর উপজেলায় অনুষ্ঠিত কৃষকলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। ইতোমধ্যে উপজেলা ক্যাম্পাসে তার পোস্টার সাঁটানো হয়েছে। পাড়া মহল্লার প্রতিটি আড্ড্ায়, চায়ের স্টলে. খেয়াঘাটে, হাটে-বাজারে কৃষকদের মাঝে চলছে চুলচেরা বিশ্লেষণ। সেই আলোচনাতে উঠে আসছে রানার নাম। আসন্ন সম্মেলনে তিনি সবার পরে প্রার্থিতা ঘোষণা করে মাঠে নামলেও ইতোমধ্যে অন্যসব প্রার্থীদের চেয়ে প্রচারে অনেকখানি এগিয়ে।

 শনিবার তিনি ইংরেজি নববর্ষ উপলক্ষে উপজেলার কৃষকদের শুভেচ্ছা জনিয়েছেন। এসময় তিনি বলেন, আশা করি আসন্ন কৃষকলীগের উপজেলা সম্মেলনে কাজিপুরের উন্নয়নের অহংকার প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয় সব দিক বিবেচনা করে আমাকেই মনোনয়ন দেবেন। ইংরেজি নববর্ষে কাজিপুর উপজেলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠনসহ কাজিপুরবাসীকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছf।#


আব্দুল জলিল ৩১-১২-২০২২ ০১:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 218 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com