তুখোড় ছাত্রনেতা এ আর পরান এখন কোনাবাড়ি থানা শাখা আ.লীগের উপদেষ্টা
১১ অক্টোবর, ২০২৫ ০৬:১৭ অপরাহ্ন

  

তুখোড় ছাত্রনেতা এ আর পরান এখন কোনাবাড়ি থানা শাখা আ.লীগের উপদেষ্টা

আব্দুল জলিল
২৯-১২-২০২২ ০৮:১৯ পূর্বাহ্ন
তুখোড় ছাত্রনেতা এ আর পরান এখন কোনাবাড়ি থানা শাখা আ.লীগের উপদেষ্টা

আবদুল জলিলঃ  আশির দশকের সাবেক তুখোড় ছাত্রনেতা আব্দুর রউফ সরকার পরান। আওয়ামী পরিবারের সন্তান পরান সেই ছোটবেরা থেকেই পরিবারের অেন্য সবার দেখাদেখি নৌকার ভক্ত হয়ে ওঠেন। একটু বুঝ হবার পর থেকেই জাতির জনক বঙ্গবন্ধুর কর্মময় জীবনের নানা কাহিনী শুনে শুনে তিনি বেড়ে ওঠেন। আর তাঁর মন জুড়ে স্থান করে নেয়  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির আদর্শ। যমুনাবেষ্ঠিত চরের বিশাল প্রান্তর, আর যমুনার বিশালতা পরানকে করেছে আর্র সমৃদ্ধ। মানুষ হিসেবেও তিনি সহজেরই সবার মন জয় করে নিতে পারনে। নেতা হবার এসব গুণাবলী পরানকে করেছে আরও রাজনীতিঘনিষ্ঠ। সেই পরান এবার কাজিপুরের পরে গাজিপুর মহানগর আওয়ামীলীগের অন্তর্ভুক্ত কোনাবাড়ি থানা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন ।

 কে এই পরানঃ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের বিলসুন্দর গ্রামে ১৯৭১ সালের ৩১ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি।আব্দুর রউফ সরকার পরানের পিতা মৃত আব্দুর রহিম মজিবর সরকার ছিলেন একজন আওয়ামীপ্রেমী মানুষ।

রাজনীতির আদর্শঃ আব্দুর রউফ সরকার পরানের রাজনীতির আদর্শপুরুষ হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম। মূলত তাঁর অনুপ্রেরণা এবং তাকে অদর্শ মেনেই পরানের রাজনীতির মাঠের নামা। হাতেখড়ি মনসুর পুত্র প্রয়াত মোহাম্মদ নাসিমের হাত ধরেই।

 নাসিমের অত্যন্ত স্নেহভাজন ছিলেন আব্দুর রউফ সরকার পরান। আওয়ামী লীগের দুঃসময়ের রাজনীতিতে ছাত্রসমাজের নেতৃত্ব দিয়েছেন সামনের সারি থেকে। ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত থাকা অবস্থায় জেল জুলুম,হামলা,মামলার স্বীকারও হয়েছেন তিনি।

রাজনীতির পাঠশালাঃ

সফল ছাত্র নেতৃত্বের স্বীকৃতি স্বরুপ ১৯৮৯/৯০ সালে তিনি কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ছাত্র সংসদের প্রচার সম্পাদক  ও ১৯৯০/৯১ সালে নির্বাচিত এজিএস হিসেবে দায়িত্ব পালন করেন।

কাজিপুরের আওয়ামী রাজনীতিতে সাবেক সফল এই ছাত্রনেতার অসামান্য অবদান রয়েছে। কর্মজীবনের তাগিদে ঢাকায় অবস্থান করলেও কাজিপুরের প্রতিটি মিছিল মিটিং এ এখনও তাঁর সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তিনি ২০১০ সালে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

রাজনীতির সামাজিকীকরণঃ

পরান নামের সাথে সাথে সুবিচার করেন তিনি জরগণের সত্যিই পরানের প্রিয় মানুষ। এলাকায় গরিব দুঃখী মানুষ বিভিন্ন কাজে তাঁর নিকটে গেলে তিনি সাধ্যমতো সঠিক পরামর্থ ও সহযোগিতা করেন।

প্রয়াত আলহাজ্ব মোহাম্মদ নাসিম সাহেবের সুযোগ্য উত্তরসূরী সিরাজগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপির নির্দেশে আব্দুর রউফ সরকার পরান নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

শুভেচ্ছাজ্ঞাপনঃ

গাজিপুর মহানগর আওয়ামীলীগের অন্তর্ভুক্ত কোনাবাড়ি থানা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় তাঁর নিজ জন্মস্থান কাজিপুর ও নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক কালেরকন্ঠের সাংবাদিক ও সহকারী অধ্যাপক আবদুল জলিল, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কাজিপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।#


আব্দুল জলিল ২৯-১২-২০২২ ০৮:১৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 311 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com