কাজিপুরে ওসির স্বাক্ষর জাল করে ব্যাংক শাখার অনুমোদন-অবশেষে ধরা
১২ অক্টোবর, ২০২৫ ০৪:৫৪ পূর্বাহ্ন

  

কাজিপুরে ওসির স্বাক্ষর জাল করে ব্যাংক শাখার অনুমোদন-অবশেষে ধরা

আব্দুল জলিল
১৮-১২-২০২২ ০৬:২৯ অপরাহ্ন
কাজিপুরে ওসির স্বাক্ষর জাল করে ব্যাংক শাখার অনুমোদন-অবশেষে ধরা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ওসির স্বাক্ষর জাল করে ব্যাংকের শাখা খোলায় পুলিশ আবু হানিফ মির্জা(২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত হানিফ উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুড়িবেড় গ্রামের হারুনুর রশিদের পুত্র। রবিবার দুপুরে কাজিপুর থানা পুলিশ হানিফের নামে জালিয়াতির মামলা রুজু করে সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করেছে।

 কাজিপুর থানাসূত্রে জানা গেছে, গত এক মাস যাবৎ গ্রেপ্তার আবু হানিফ মির্জা নাটুয়ারপাড়ায় ডাচবাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা পরিচালনা করছিলো। কিন্তু ব্যাংকের শাখা খুলতে পুলিশের অনুমতির প্রয়োজন হয়। হানিফ থানা পুলিশের স্বাক্ষর জাল করে ক্লিয়ারেন্সের কাগজপত্র মূল ব্যাংকের নিকট জমা দিয়ে এজেন্ট ব্যাংকিং পরিচালনার অনুমতি নিয়ে আসেন।শনিবার বিকেলে পুলিশেএই ঘটনায় আবু হানিফকে গ্রেপ্তার করে।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, ডাচবাংলা ব্যাংক কর্তৃপক্ষ নাটুয়ারপাড়ায় এজেন্ট শাখা খোলার জন্যে আমাদের নিকট ক্লিয়ারেন্স চেয়েছিলো। কিন্তু এর আগেও একই এলাকায় ওই ব্যাংকের একটি শাখা খুলে জনগণের টাকা মেরে এক ব্যক্তি লাপাত্তা হয়েছে। তাই আমরা ক্লিয়ারেন্স দেইনি। কিন্তু এরপরও হানিফ জাল কাগজ তৈরি করে ক্লিয়ারেন্স নিয়ে শাখা খুলে ব্যাংকিং করে আসছিলো। আটক হানিফ স্বাক্ষর জালিয়াতি করে ক্লিয়ারেন্স নেবার কথা স্বীকার করেছেন বলেও জানান তিনি। 


আব্দুল জলিল ১৮-১২-২০২২ ০৬:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 369 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com