শিরোনামঃ
![]() ০৯-১২-২০২২ ০৬:১৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগরের কুখ্যাত মনসুর ডাকাত(৬০) পুলিশের হাতে আটকের খবরে সচেতন এলাকাবাসী আজ এলাকায় মিষ্টি বিতরন করেছে। একই সাথে মনসুর ও তার সহযোগীদের উপযুক্ত শাস্তি ও গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মনসুর ডাকাত মাজনাবাড়ী গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র।
, শুক্রবার বেলা ১২টায় মনসুরনগর ইউনিয়নের কুমারিয়াবাড়ী বাজারে ঘন্টা কালব্যাপি মানব বন্ধনে সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ নেন।
, এসময় তারা কুখ্যাত মনসুর ডাকাতের নানা অপকর্মের নানা কাহিনী তুলে ধরে তার অধিকতর শাস্তির দাবি জানান।, মনসুরনগর ইউনিয়ন বাসির আয়োজনে মানববন্ধনে অংশ নেয়া ইসমাইল হোসেন জানান, মনসুর ডাকাত এলাকায় ত্রাসের রাজস্ব কায়েম করেছে। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ।
কলেজ পড়ুয়া শিক্ষার্থী লিটন মিয়া জানান, মনসুর ডাকাত এলাকায় অনেক গরু চুরির সাথেও জড়িত।এ কারণে তার নামে অনেক মামলা আছে। প্রতিবারই সে ছাড়া পেয়ে যায়। এবার তার গ্রেফতারে আমরা আইন শৃংখলা বাহিনীকে ধন্যবাদ জানাই।
কৃষক আব্দুল মমিন জানান, সে আমাদের গ্রামের গরু চুরির মামলার আসামী।তার ভয়ে আমরা এলাকায় মুখ খুলতে পারি না। পুলিশ তাকে আটক করায় আমরা আজকে মিষ্টি বিতরণ করলাম।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ মনসুরকে অস্ত্রসহ আটক করে। তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে যেখানে অস্ত্র ও বিষ্ফোরক ব্যবহার করা হয়েছিলো। গরু চুরির মামলা রয়েছে বেশ কয়েকটি। নথি খুঁজে তার বিরুদ্ধে আমরা সাতটি মামলা পেয়েছি। এছাড়া জামালপুর, সারিয়াকান্দি ও ভূয়াপুর থানায়ও তার নামে একাধিক মামলার কথা জেনেছি।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর থানার অন্তর্গত নাটুয়ারপাড়া ফাঁড়িপুলিশ একটি দেশীয় ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড গুলিসহ নিজ বাড়ি থেকে মনসুর ডাকাতকে গ্রেপ্তার করে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com