রায়গঞ্জে প্রথম আলো বন্ধুসভার জন্মদিনে আনন্দ আয়োজন
০৭ ফেব্রুয়ারী, ২০২৫ ০৩:৪১ পূর্বাহ্ন

  

রায়গঞ্জে প্রথম আলো বন্ধুসভার জন্মদিনে আনন্দ আয়োজন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৫-১১-২০২২ ১০:২৯ অপরাহ্ন
রায়গঞ্জে প্রথম আলো বন্ধুসভার জন্মদিনে আনন্দ আয়োজন
জি,এম স্বপ্না : প্রথম আলো বন্ধুসভার জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আনন্দ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) উপজেলার প্রাণকেন্দ্র ধানগড়ায় শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমিতে আনন্দের একবেলার আয়োজন করে প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা। বেলা ১০টার দিকে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিজয় কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন, সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ কলেজের শিক্ষক মো. ফরিদুল ইসলাম, উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের শিক্ষক রুমানা পারভীন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ, রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা ও শিক্ষক আলহাজ আহমেদ, শিক্ষক ইন্দ্রনারায়ণ সান্যাল, সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জল মাহাতো, সহসভাপতি মুশফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ। আনন্দ আয়োজনে ছিল শিশুদের জন্য নানা রকমের খেলা, নাচ, গান, কবিতা ও কুইজ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেড় শতাধিক শিশু ও অভিভাবকের জন্য ছিল লটারির ব্যবস্থা। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ বিজয় কুমার সাহা বলেন, শিশুদের নিয়ে বন্ধুসভার আয়োজন খুবই ভালো ছিল। তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সনাতন দাশ বলেন, প্রথম আলোর আলোয় আলোকিত হোক প্রতিটি নতুন প্রাণ।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৫-১১-২০২২ ১০:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 241 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com