শিরোনামঃ
আব্দুল জলিল ১৩-১১-২০২২ ০৪:২০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে গলায় বাদাম আটকে রাফি মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রাফি মিয়া সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামের রাকিব হোসেনের ছেলে। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাত ৯টার দিকে শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ার তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়।
শিশু রাফির দাদা সাইদ মেকার জানান, রাফির মা শনিবার রাত ৮টার দিকে বসতঘরে বসে বাদাম খাচ্ছিলেন। একপর্যায়ে ওই শিশুটি সেখান থেকে একটি বাদাম নিয়ে মুখে তা গলায় আটকে যায়। এসময় সে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com