কাজিপুরে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার
১২ অক্টোবর, ২০২৫ ০৮:৩৩ পূর্বাহ্ন

  

কাজিপুরে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার

আব্দুল জলিল
০৫-১১-২০২২ ০৫:৫৬ অপরাহ্ন
কাজিপুরে চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের এক সদস্য গ্রেপ্তার

চোরাই নীল রংয়ের একটি ১৫০ সিসি ( RTR) মোটর সাইকেল সহ চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কাজিপুর থানা পুলিশ।গ্রেপ্তার লিমন মিয়া(২০) উপজেলার জুমার খুকশিয়া গ্রামের আব্দুল খালেকের পুত্র।  গত শুক্রবার রাতে চরাঞ্চলের খাসশুড়িবেড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এসময় তার নিকট থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।  
শনিবার কাজিপুর থানায় আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে  সিরাজগঞ্জ  আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান কাজিপুর থানার ওসি তদন্ত মোহাম্মদ হাসিবুল্লাহ।
 এর আগে গতমাসেও মোটর সাইকেল চোরচক্রের এক সদস্যকে আটক করে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছে পুলিশ।

 


আব্দুল জলিল ০৫-১১-২০২২ ০৫:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 246 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com