উল্লাপাড়ার সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ে আল আমিন সরকার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত
০১ ডিসেম্বর, ২০২৩ ০৯:৩৩ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ার সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ে আল আমিন সরকার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৩-১২-২০২২ ০৪:১২ অপরাহ্ন
উল্লাপাড়ার সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ে আল আমিন সরকার ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত
রায়হান আলীঃ উল্লাপাড়ার গয়হাট্টা সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আল আমিন সরকার। বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত নির্বাচনে ম্যানেজিং কমিটির সদস্যেদের ভোটে আল আমিন সরকার ৭ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইয়ুব আলী পান ১ ভোট। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার ও এই নির্বাচনের প্রিজাইডিং অফিসার মোঃ মোসেলম উদ্দিন বেসরকারিভাবে আল আমিন সরকারকে বিজয়ী ঘোষনা করেন। তিনি জানান, সভাপতি এবং সাধারন সদস্যবৃন্দের সহযোগিতায় প্রতিষ্ঠানটি আগামীতে শিক্ষার গুনগত মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সালেহা ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর দিলারা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৩-১২-২০২২ ০৪:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 236 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com