কাজিপুরে ইয়াবা হেরোইন ও গাঁজার গাছসহ চার মাদক কারবারী গ্রেপ্তার
১২ অক্টোবর, ২০২৫ ০৮:৩৪ পূর্বাহ্ন

  

কাজিপুরে ইয়াবা হেরোইন ও গাঁজার গাছসহ চার মাদক কারবারী গ্রেপ্তার

আব্দুল জলিল
২৫-১০-২০২২ ০৫:০৩ অপরাহ্ন
কাজিপুরে ইয়াবা হেরোইন ও গাঁজার গাছসহ চার মাদক কারবারী গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ পৃথক অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজার গাছসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। রবিবার রাতে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ ও কাজিপুর থানা পুলিশ পৃথক অভিযান চালায়। এসময় চরাঞ্চলের ডিগ্রি দোরতা গ্রাম থেকে মৃত নিয়ামতুল্লার পুত্র মোজাম্মেল(৩৮) কে একটি  দুই কেজি ওজনের গাঁজার গাছসহ নিজ বাড়ি থেকে আটক করে।একই অভিযানে ওই গ্রামের মৃত আব্দুল আজীজের পুত্র আসাদুল(৩৫) কে আটশ গ্রাম গাঁজাসহ আটক করেছে।

 থানা পুলিশ পৃথক অভিযানে সাতগ্রাম হেরোইনসহ ছালাভরা কুনকুনিয়া থেকে শাহজামালের পুত্র জসিম(২২) কে আটক করে। এছাড়া ১০৫টি ইয়াবা ট্যাবলেটসহ মহিষামুড়া এলাকা থেকে মৃত ছাইফুল ইসলামের পুত্র মোতালেব(২৭) কে আটক করে।

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে সোমবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


আব্দুল জলিল ২৫-১০-২০২২ ০৫:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 448 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com