শিরোনামঃ
আব্দুল জলিল ২০-১০-২০২২ ০৫:২৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার বিভিন্ন সড়ক ও গলির দু পাশ পরিস্কারকরণ কাজের শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাজিপুর পৌরসভার প্রধান সড়কে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। উদ্বোধনকালে মেয়র বলেন, সড়কের দুপাশে অনেকেই গোবর ছড়িয়ে শুকাতে দেয়। অনেকে কাঠের গুড়ি, লাকড়ি, নিজেদের ব্যবহৃত জিনিসপত্র এবং নির্মাাণ সামগ্রী রাখেন। এতে করে পরিবেশের যেমন ক্ষতি হয় তেমনি যেকোন সময় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। এছাড়া রাস্তার দুপাশে গজানো আগাছা এবং ছোট ছোট গর্তে বৃষ্টির পানি জমে মশার উপদ্রুব বেড়ে যেতে পারে। এ কারণে রাস্তার দুপাশ পরিস্কারে কাজ শুরু করেছি।
এসময় পৌরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, আপনারা যারযার নিজের বাড়ির পাশের সড়কের দুপাশ পরিস্কার রাখুন। এতে করে রোগবালাই থেকেও আমরা রক্ষা পাবো। উদ্বোধনকালে কমিশনার শরিফুল ইসলাম কুড়ানসহ গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com