সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে জুই পারভীন নির্বাচিত
: সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে -১,২, ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী কাজিপুর উপজেলা মহিলা আঃলীগের সাবেক সাধারন সম্পাদক মোছাঃ জুই পারভীন( বিএসএস) ফুটবল প্রতিক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
১৭ অক্টোব নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা নির্বাচন অফিস থেকে জানা যায় সংশ্লিষ্ট এলাকার কাজিপুর, সিরাজগঞ্জ সদর, কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলার চারটি ইউনিয়নে জুই পারভীন ফুটবল প্রতিক নিয়ে ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রাথী কাজী সেলিনা পারভীন পান্না দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ১০৭ ভোট।
মোছাঃ জুই পারভীন ছাত্র জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় হয়ে ভূমিকা পালন করেন।তিনি প্রায় ১৪ বছর উপজেলা মহিলা আঃলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।তিনি উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে ( কাজিপুর সদর ইউনিয়ন, পৌরসভা, গান্ধাইল ও শুভগাছা ইউনিয়ন) সংরক্ষিত মহিলা আসনে মহিলা সদস্য পদে দায়িত্ব পালন করেন। একাধিক বার কাজিপুর উপজেলার নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ছিলেন।তিনি বলেন, বিগত বছরে উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে দায়িত্বে থেকে আমার সাধ্য মতো বিভিন্ন উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা করেছি এবং আগামীতেও কাজ করতে চাই। আমি রাজনৈতিক ও পারিবারিক ভাবে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠনের সব সময়ের জন্য একজন কর্মী।
শৈশব থেকে আজ অবধি অনেক চড়াই উৎরাই গন্ডি পেরিয়ে আওয়ামী লীগের আদর্শ সর্বক্ষন লালন করে দলীয় নীতি আদর্শের প্রতি আস্থা রেখেই সব শ্রেনী পেশার সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি ঝড় বৃষ্টি উপেক্ষা করে। তিনি আরও বলেন এলাকার নির্যাতিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিতে চাই।তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গনতান্ত্রিক মূল্যবোধ, ক্ষুধা দারিদ্র্য মুক্ত ও শোষনহীন সমাজ সুখী সম্মৃদ্ধ উন্নত আধুনিক সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্দেশ্য, ঘোষণা পত্র ও কর্মসূচি বাস্তবায়নের জন্য দ্বিধাহীন চিত্তে নিজেকে আত্ব- নিয়োগ করতে চাই। তিনি নির্বাচিত হয়ে সিরাজগঞ্জের কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয় কে ফুলেল শুভেচছা জানান তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শুভকামনা করেছেন।তিনি উপজেলা আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, সম্পাদক খলিলুর রহমান সিরাজী,পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার সহ আঃলীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী বিশেষ করে জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান ও তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি জানান, আগামীতে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের জনসেবা দোরগোড়ায় পৌছে দিবো।