কাজিপুরে নিম্মমানের সামগ্রীতে সড়কের নির্মাণ কাজ- শেষবারের মতো সাতদিনের সময় পেলেন ঠিকাদার
আব্দুল জলিল
১১-১০-২০২২ ১১:৩৪ পূর্বাহ্ন
|
|
কাজিপুরে নিম্মমানের সামগ্রীতে সড়কের নির্মাণ কাজ- শেষবারের মতো সাতদিনের সময় পেলেন ঠিকাদার
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ আজকের জনবাণী, কলমসৈনিক ও সেবা হট নিউজসহ সিরাজগঞ্জ কন্ঠে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর সোমবার দুপুরে সিরাজগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম সরেজমিন সোনামুখী ভানুডাঙ্গা সড়কটি পরিদর্শন করেন। এসময় ওই কাজের দেখভালকারি পরিকল্পনা কমিশনের আইএমইডি টিমের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। তারাও ওই কাজের মান দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন। নির্বাহী প্রকৌশলী সড়কের কাজে ব্যবহৃত নিম্নমানের সামগ্রী সরিয়ে নিতে সাতদিনের সময় বেধে দেন ওই কাজের ঠিকাদারকে।
পরে সাংবাদিকদেরে এক প্রশ্নের জবাবে নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম বলেন,“ তিনহাজার তিনশ ৬০ মিটার ওই রাস্তাটির প্রশ্বস্তকরণ কাজ করছে মেসার্স এমএ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন। এই কাজের গুণগত মান নিয়ে শুরু থেকে বিস্তর অভিযোগ ছিলো। কাজটি সঠিকভাবে করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আজকে (সোমবার) ঠিকাদারকে সাতদিনের সময় দেয়া হলো।”
উল্লেখ্য আট কোটি টাকা ব্যয়ে সোনামুখী জিসি-ভানুডাঙ্গা জিসি রাস্তাটির প্রশ্বস্তকরণ কাজটি গত বছরের ২৬ সেপ্টেম্বর শুরু হয়। ঠিকাদারের নিম্নমাণের কাজ বন্ধে কাজিপুর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন একের পর এক কারণ দর্শানোর নোর্টিশ প্রদান করেছেন ওই ঠিকাদারকে। প্রতিবারই ভালো কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নিন্মমানের সামগ্রীতেই কাজ করেন ওই ঠিকাদার।
এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, “এক্সএন স্যার সাত দিন সময় দিছে। এর মধ্যে আমরা খারাপ খোয়াগুলো তুলে নিয়ে ভালো খোয়া ফেলবো। তারা দেখলে পরে রোলার দিয়ে ডলে দেবো।”
এদিকে জনগুরুত্বপূর্ণ ওই রাস্তার কাজে অসন্তোষ জানিয়েছে এলাকার সচেতন মহল, সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিগণ চরম অসন্তোষ প্রকাশ করেন,।
আব্দুল জলিল ১১-১০-২০২২ ১১:৩৪ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 247 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ