কাজিপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক
১২ অক্টোবর, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ন

  

কাজিপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

আব্দুল জলিল
১০-১০-২০২২ ০৪:৪৫ অপরাহ্ন
কাজিপুরে পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক
 
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  পৃথক অভিযানে সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ  দুই মাদক কারবারিকে আটক করেছে । আটককৃতরা হলেন, উপজেলার বিয়ারা চরপাড়ার আব্দুল মজিদ (৪২) ও চরভানুডাঙ্গা গ্রামের আকাশ আহমেদ (১৯)। 
 
থানা সূত্রে জানা গেছে, গত রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক অভিযান চালায় কাজিপুর থানা পুলিশ। বিয়ারার চরপাড়া বাঁধের ওপর থেকে আব্দুল মজিদকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৫০ পিচ ইয়াবা জব্দ করে পুলিশ। 
চরভানুডাঙ্গা গ্রামে আরেকটি অভিযান চালিয়ে আকাশ আহমেদকে ১২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। 
 
সোমবার সকালে কাজিপুর থানার ডিউটি অফিসার এস.আই মুনছুর বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।  আজ দুপুরেই তাদেরকে জেলে পাঠানো হয়েছে।
 

আব্দুল জলিল ১০-১০-২০২২ ০৪:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 298 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com