সলঙ্গায় ব্রীজ নির্মানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
১৫ অক্টোবর, ২০২৫ ০৯:৪২ পূর্বাহ্ন

  

সলঙ্গায় ব্রীজ নির্মানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
০২-১০-২০২২ ০৭:১৬ অপরাহ্ন
সলঙ্গায় ব্রীজ নির্মানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
জি,এম স্বপ্না : সলঙ্গা থানার ধুবিল মেহমানশাহী কবরস্থান ও স্কুল সংলঘ্ন গাঢ়ুদহ নদীর উপরে একটি ব্রিজ নির্মানের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। একটি ব্রীজের অভাবে ২টি ইউনিয়নের প্রায় ১০/১৫ টি গ্রামের হাজার হাজার মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে কোন মতে বাঁশের সাঁকো দিয়েই পারাপার হচ্ছেন তারা পথচারীরা। ধুবিল মেহমানশাহী গ্রামবাসীদদের নুজস্ব অর্থায়নের মাধ্যমে নির্মিত বাঁশের এ সাঁকো দিয়েই যুগের পর যুগ চলছে এলিকাবাসী। ইতিপুর্বে বহু জনপ্রতিনিধি প্রতিশ্রুতি দিলেও আজও আলোর মুখ দেখেনি। জনগুরুত্বপুর্ণ এলাকার এই স্থানে ব্রিজ নির্মানে এগিয়ে আসেনি কেউ আসে নি। আজ রবিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় ধুবিল মেহমানশাহী কবর স্থানের কাছে আশেপাশের বেশ কয়েকটি গ্রামের শত শত জনগণ দীর্ঘ প্রতিক্ষিত গাঢ়ুদহ নদীর উপর একটি ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন করেন। মানববন্ধনে এলাকাবাসীর শতশত নারীপুরুষ একত্রিত হয়ে জনগুরুত্বপুর্ণ স্থানে ব্রিজ নির্মানের দাবীতে বক্তব্য রাখেন। বক্তারা জানান, ধুবিল ইউনিয়নের ধুবিল মেহমানশাহী কবরস্থান সংলঘ্ন নদীর উপর ব্রীজ নির্মান অতীব জরুরী। ধুবিল কাটার মহল,মালতিনগর, সাতকুর্শি,ইছিদহ, জগন্নাথপুর, চৌধুরি ঘুঘাট, কালিবাড়ি, জঞ্জালিপাড়াসহ প্রায় কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের নিয়মিত যাতায়াত। নদীর দু'পাশে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, হাসপাতাল শশ্মানসহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একটি ব্রীজের অভাবে প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এ অঞ্চলের মানুষের। তাই বক্তারা সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার মাননীয় এমপি ডা: আব্দুল আজিজের কাছে উক্ত স্থানে ব্রীজ নির্মানের জোর দাবী জানান।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ০২-১০-২০২২ ০৭:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 400 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com