শিরোনামঃ
![]() ৩০-০৯-২০২২ ০৪:২৯ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ আন্তঃজেলা মটর সাইকেল চোরচক্রের প্রধান মামুন চাকলাদার(২৬) কে গ্রেপ্তার করেছে। মামুন উপজেলার চরদোরতা গ্রামের আনোয়ার চাকলাদরের পুত্র। তার বিরুদ্ধে আরও তিনটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, আটক মামুন খুবই চালাক। সে এলাকায় থাকে না। বুহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরের চর দোরতা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। মামুন বগুড়া, নাটোর ও গাজীপুর জেলায় মটর সাইকেল চুরির ০৩ (তিন) টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী।শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com