সলঙ্গা থানায় নতুন ওসি শহীদুল এর যোগদান
১৫ জানুয়ারী, ২০২৫ ০৩:০৮ অপরাহ্ন

  

সলঙ্গা থানায় নতুন ওসি শহীদুল এর যোগদান

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৭-০৯-২০২২ ০৩:৪৮ অপরাহ্ন
সলঙ্গা থানায় নতুন ওসি শহীদুল এর যোগদান

 জি,এম স্বপ্না : সিরাজগঞ্জের সলঙ্গা থানার ওসি হিসেবে শহীদুল ইসলাম যোগদান করেছেন। শনিবার সন্ধ্যায় সলঙ্গা থানার বিদায়ী ওসি আব্দুল কাদের জিলানীর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। যোগদানকারী নতুন ওসি শহীদুল ইসলাম এরপুর্বে বগুড়ার শেরপুর থানায় কর্মরত ছিলেন। ওসি শহীদুল ইসলাম নওগাঁ জেলার সদর উপজেলার সন্তান বলে জানান।

তিনি ২০০৬ সালে এসআই পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এরপর ২০১৬ সালে ওসি (তদন্ত) হিসেবে নাটোর সদরে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ওসি হিসেবে বগুড়ার শেরপুর থানায় ২ বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। তার কর্ম দক্ষতা ও সততার দ্বারা ২ বার শান্তি মিশনেও গিয়েছেন। এদিকে সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানীকে বগুড়ায় বদলী করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৭-০৯-২০২২ ০৩:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 575 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com