শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক স্বীকৃতি পেলেন আ: সবুর মিয়া
জি,এম স্বপ্না :
সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ পদক -২০২২ গত সোমবার ঘোষণা করা হয়েছে।জাতীয় শিক্ষা সপ্তাহ, রায়গঞ্জ এর আয়োজক কমিটির সভাপতি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল আলম। স্কাউটস্ এ রায়গঞ্জ উপজেলা পর্যায়ে প্রথম স্থান হিসেবে স্বীকৃতি প্রাপ্ত হন, বাংলাদেশ স্কাউটস্ রায়গঞ্জ এর সম্পাদক, এএলটি, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহ: শিক্ষক মুহা: আব্দুস সবুর মিয়া। উল্লেখ্য,শিক্ষক আব্দুস সবুর ২০১৭ ও ২০১৮ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে স্কাউটস্ এ রায়গঞ্জের সেরা শিক্ষক পদক প্রাপ্ত হন। শুধু তাই নয়, তার পরিশ্রম, কর্ম দক্ষতা,শৃঙ্খলা,দায়িত্ববোধ,সমায়ানুবর্তিতা ও যোগ্যতার বলে ২০১৮ সালে সিরাজগঞ্জ জেলার শেষ্ঠ স্কাউট শিক্ষক হিসেবে পদক প্রাপ্ত হয়েছিলেন।