কাজিপুরের ১৫ কিলোমিটার রাস্তায় বজ্রপাত থেকে রক্ষায় “স্বাধীন জীবন”এর তালবীজ রোপন
১৬ অক্টোবর, ২০২৫ ০৫:৩৫ পূর্বাহ্ন

  

কাজিপুরের ১৫ কিলোমিটার রাস্তায় বজ্রপাত থেকে রক্ষায় “স্বাধীন জীবন”এর তালবীজ রোপন

আব্দুল জলিল
১২-০৯-২০২২ ০৪:৩৭ অপরাহ্ন
কাজিপুরের ১৫ কিলোমিটার রাস্তায় বজ্রপাত থেকে রক্ষায় “স্বাধীন জীবন”এর তালবীজ রোপন

বজ্রপাত থেকে প্রাকৃতিক উপায়ে নিজেদের রক্ষায় কাজিপুরসহ দেশের নানাপ্রান্তে তালবীজ রোপন করছে স্বেচ্ছাসেবি সংগঠন স্বাধীন জীবন। সোমবার দুপুরে এই সংস্থাটির উদ্যোগে সিরাজগঞ্জের কাজিপুর  উপজেলার সোনামুখী থেকে পিপুলবাড়িয়া পরর‌্র্যন্ত ১৫ কিলোমিটার রাস্তায় তালবীজ রোপন করা হয়েছে।জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণ কাজে নিয়োজিত রায়গঞ্জ উপজেলার এই সংগঠনটি তালবীজ রোপনের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তাদের উদ্দেশ্য এবং আদর্শ সম্পর্কে সকলকে অবহিত করেন।

সোনামুখী সরকারি বঙ্গবন্ধু  কলেজে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাবেক অধ্যক্ষ শামছুল হক। বক্তব্য রাখেন সরকারি বঙ্গবন্ধু কলেজের ভাইস প্রিন্সিপাল রিপন কুমার সাহা, স্বাধীন জীবনের  নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক নাসিম,  সহ সভাপতি হাসান উল বান্না সেতু, উপদেষ্টা হাসিনা মোর্শেদ, কারর‌্র্যকরি সদস্য আনোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন। পরে কলেজের সামনে শহিদ এম মনসুর আলী আঞ্চলিক মহাসড়কের পাশে তালবীজ রোপন কার্য ক্রমের উদ্বোধন করা হয়। 


আব্দুল জলিল ১২-০৯-২০২২ ০৪:৩৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 470 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com