কাজিপুরে বিরোধপূর্ণ জমিতে মন্দিরঘর নির্মাণ- উত্তেজনা
১২ অক্টোবর, ২০২৫ ০৫:৫০ অপরাহ্ন

  

কাজিপুরে বিরোধপূর্ণ জমিতে মন্দিরঘর নির্মাণ- উত্তেজনা

আব্দুল জলিল
০৯-০৯-২০২২ ১২:৪০ অপরাহ্ন
কাজিপুরে বিরোধপূর্ণ জমিতে মন্দিরঘর নির্মাণ- উত্তেজনা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিনাথপুর গ্রামে বরোয়ারি আটচালা ঘরের সামনে বিরোধপূর্ণ জমিতে নির্মিত হচ্ছে মন্দির ঘর। বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ বিষয়ে নিজের জমি রক্ষায় একই গ্রামের নির্মল সাহার ছেলে স্বপন সাহা(৫০)গত বুধবার কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।এদিকে আসন্ন দূর্গাপূজাকে সামনে রেখে মন্দিরের নামে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার আশঙ্কা করছেন স্থানীয়রা।   

 

  কাজিপুর থানায় দেয়া অভিযোগসূত্রে জানা গেছে, হরিনাথপুর গ্রামের আশার সাহা, ফনিন্দ্র সাহা, রিপন সাহা ও রাজিব সাহা দূর্গা মন্দিরের পাশের বিরোধপূর্ণ জমিতে নতুন করে আরও একটি মন্দির স্থাপনের কাজ শুরু করে।এ বিষয়ে স্বপন সাহা মহামান্য হাইকোর্টে আপিল করেন এবং চলমান কাজ স্থগিত চেয়ে আদেশ প্রার্র্থনা করলে আদালত তা মণ্জুর করেন।কিন্ত সম্প্রতি ওই আদেশ জানার পরেও মন্দিরের নাম করে বিরোধপূর্ণ স্থানে পাকা স্থাপনা তৈরি করছে। গত মঙ্গলবার কাজ বন্ধ করতে বলায় উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

 স্বপন কুমার বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান। এরপর ওরা ঘর তোলার কাজ শুরু করলে আমি স্থগিতাদেশ চাই। আদালত সেটিও দেন। কিন্তু তারা এসব না মেনে জোর করে ঘর তুলছে।বলতে গেলে ওরা আমাদের মারপিট করেছে। থানায় যেতে চাইলে ওরা লোকজন দিয়ে বার বার আমাকে ঘরে বন্দি করে রাথে। বেরুতেই দেয়নি। পরে অনেক কৌশলে অভিযোগ দিয়েছি। আমি এর প্রতিকার চাই। তিনি আরও বলেন দীর্ঘদিন পুরো গ্রামে একজোট হয়ে আমাদের পরিবারকে সমাজচ্যূত করে রেখেছে।আমরা ইচ্ছে করলেও পূজোর আনন্দ শেয়ার করতে পারি না।

 স্বপন সাহার পুত্র গোকুল জানান, মন্দির হোক সেটা আমরাও চাই। কিন্তু তার জন্যে বিরোধপূর্র্ণ জমি বেছে নিতে হবে কেনো? আদালতেরে রায় এলে আমরা একসাথে সেখানে মন্দির তৈরি করবো।সমাজপতিরা আমাদের কেনো বছরের পর বছর একঘরে করে রেখেছে?

 এ বিষয়ে বিবাদী পক্ষের রিপন কুমার সাহা জানান, ওই জমি আমাদের। সিরাজগঞ্জ জজকোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে। তাই আমরা কাজ শুরু করেছি। মারামারির বিষয়ে বলেন, বাধা দিতে এলেতো একটু ধাক্কাধাক্কি হয়ই। তিনি আরও জানান, আমরা তাদের পূজো উদযাপনে বাধা দিইনি।

ওই গ্রামের ৫!নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপন মিয়া জানান, বিষয়টি নিয়ে কথা হয়েছে। আমরা বার বার চেষ্টা করেও মেটাতে পারিনা। আসলে জমিজমার বিষয়তো আমাদের কিছু বলার নেই। তবে পূজোকে নির্বিঘ্ন করতে উভয়পক্ষকে শান্ত থাকতে বলা হয়েছে।

 কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, আমি অভিযোগ পেয়ে নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। দেখে এসেছি। উভয়পক্ষকে বলেছি পূজোর আগে কোন ঝামেলা না করতে। আদালতের নির্দেশনা বিষয়ে তিনি বলেন, কাগজটি এখনো দেখিনি। দেখে ব্যবস্থা নেয়া হবে।


আব্দুল জলিল ০৯-০৯-২০২২ ১২:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 286 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com