কাজিপুরে কৃষক আয়নাল হত্যা মামলার আসামী গ্রেপ্তার সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ ছালাল চরের কৃষক আয়নাল হক হত্যা মামলার আসামী রঞ্জু মিয়া(৩৫) গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার ছালাল গ্রামের কৃড়ান মন্ডলের পুত্র।
কাজিপুর থানাসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ জামালপুর জেলার সরিষাবাড়ি থানার যমুনা বাজার থেকে রঞ্জুকে আটক করে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ছালাল চরের কৃষক আয়রনাল হক খুন হন। থানা পুলিশ পরদিন তার লাশ নিশ্চিন্তপুর ইউনিয়নের ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করে। এই ঘটনায় ওইদিনই কৃষক আয়নালের মেয়ে আনজুমান আরা বাদী হয়ে কাজিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় সন্দিগ্ধ আসামী ছিলেন রঞ্জু মিয়া। কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান. আটক আসামীকে রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আব্দুল জলিল ২৯-০৮-২০২২ ০৬:৪২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে এবং 392 বার দেখা হয়েছে।