শিরোনামঃ
![]() ১৫-০৮-২০২২ ০৫:২৯ অপরাহ্ন |
নানা আয়োজনে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে নয়টায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষ,, কাজিপুর প্রেসক্লাব, উপজেলা আ.লীগ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।
দিবসটি উপলক্ষে সকাল দশটায় কাজিপুর উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এরপর কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ১৫ আগস্ট নিহত শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এরপর উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত,কাজিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল, চরগিরিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএস জিয়াউল হক প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। কিন্তু ঘাতকদের এই বাংলার জনগণ ক্ষমা করেনি।আজও মানুষ ওইসব নরপশুদের নামে মানুষ থুথু ছিটায়।জাতির জনকের কন্যা মামনীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার দেশের মানুষের জন্যে কাজ করছে বলে উল্লেখ করেন। বক্তারা আরও বলেন, আজ সময় এসেছে দেশের উন্নয়নে সকলের অংশ নেয়ার। এজন্যে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com