সলঙ্গায় হুইল চেয়ার পেল প্রতিবন্ধী মেরিনা
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১৩-০৮-২০২২ ০৭:০৬ পূর্বাহ্ন
|
|
সলঙ্গায় হুইল চেয়ার পেল প্রতিবন্ধী মেরিনা
জি,এম স্বপ্না, স্টাফ রিপোর্টার :
ভিলেজ ভিশন বাংলাদেশ নামের একটি সংগঠনের সহায়তায় হুইল চেয়ার পেল ২৩ বছর বয়সী প্রতিবন্ধী মেরিনা। তার পরিবারকে উপহার হিসেবে দিলেন একটি কাঁঠাল গাছের চারা। প্রতিবন্ধী মেরিনার বাড়ি সলঙ্গা থানার রামকৃঞপুর ইউনিয়নের রৌহাদহ গ্রামে। অভাবের সংসারে কষ্টের মধ্য দিয়ে চলাচল করে অবশেষে একটি হুইল চেয়ার পেয়ে মেরিনা সহ পরিবারের সবাই খুশি। গত সোমবার মান্নান চ্যারিটেবল ট্রাস্টের (প্রচেষ্টা সবার জন্য) এর পরিচালক শাহবাজ খান সানি প্রতিবন্ধীকেসে হুইল চেয়ারটি তুলে দেন। এ সময় ভিলেজ ভিশন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শরীফ খন্দকার, নুর-সাথী হোমিও হলের ডা: রাজু আহমেদ (রুবেল), ভলান্টিয়ারগণ সহ অনেকেই উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১৩-০৮-২০২২ ০৭:০৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 279 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ