শিরোনামঃ
![]() ০৮-০৮-২০২২ ০৬:১৯ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনে মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উদযাপন করেছে বঙ্গমাতা সাংস্কতিক জোট কাজিপুর উপজেলা শাখা। দিবসটি উপলক্ষ্যে দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংগঠনের কাজিপুর উপজেলা শাখার সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সহকারি অধ্যাপক আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শাহজাহান আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু, শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলায় এবারের শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান আব্দুল লতিফ বক্তব্য রাখেন।
বক্তাগণ বঙ্গবন্ধুর যোগ্য সহচরী মহীয়সী নারী বেগম মুজিবের কর্মজীবণের নানা আত্মত্যাগ ও সংগ্রামের কথা তুলে ধরে বর্তমান ছাত্রীদের সেরকম জীবনাদর্শ বুকে ধারণ করার আহবান জানান। তারা বলেন বেগম মুজিবের কারণেই শেখ মুজিব বঙ্গবন্ধু হতে পেরেছিলেন। বঙ্গবন্ধু দীর্ঘ জেল জীবন ভোগ করাকালিন বেগম মুজিব একহাতে নিজের সন্তানদের দায়িত্ব পালন করেছেন। আবার কোন জেলে বঙ্গবন্ধু আছেন তারও খোঁজ রাখতেন। জীবনের অনেক স্মরণীয় সিদ্ধান্ত নেয়ার আগে বঙ্গবন্ধু বেগম মুজিবের সাথে আলোচনা করতেন। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে দল পরিচালনায় ভূমিকা রাখতেন।
অতিথিগণ উপজেলা পর্যায়ে এরকম একটি আয়োজনের জন্যে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটকে আন্তরিক ধন্যবাদ জানান। পরে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে নগদ টাকা, বই, কলম, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ শাহ আলমের কথা ও সুরে বঙ্গমাতা ও বঙ্গবন্ধুর গানের এ্যালবাম ও সনদপত্র তুলে দেন অতিথিগণ। অনুষ্ঠানে উপজেলার চারটি প্রতিষ্ঠানের বাছাই করা পঞ্চাশজন শিক্ষার্থী অংশ নেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com