কাজিপুরের ইউএনওকে নিয়ে সময়ের আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ বিষয়ে কাজিপুর প্রেসক্লাবের বিবৃতি
২০ মার্চ, ২০২৫ ০৩:৪১ পূর্বাহ্ন

  

কাজিপুরের ইউএনওকে নিয়ে সময়ের আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ বিষয়ে কাজিপুর প্রেসক্লাবের বিবৃতি

আব্দুল জলিল
২৭-০৭-২০২২ ০৫:০৮ অপরাহ্ন
কাজিপুরের ইউএনওকে নিয়ে সময়ের আলো পত্রিকায় প্রকাশিত সংবাদ বিষয়ে কাজিপুর প্রেসক্লাবের বিবৃতি

“সিরাজগঞ্চের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীকে নিয়ে সময়ের আলো পত্রিকায় প্রকাশিত সংবাদটি কাজিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের দৃষ্টিগোচর হয়েছে। এই ঘটনার বিষয়ে জানতে সাংবাদিকগণ (২৭ জুলাই) বুধবার দুপুরে ঘটনার সময় সভায় উপস্থিত জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সাথে কথা বলা হয়েছে। এতে স্পষ্টতই প্রতীয়মাণ হয়েছে যে, প্রকাশিত সংবাদটি মিথ্যে এবং ভিত্তিহীন। যাদের বক্তব্য নেয়া হয়েছে তারা পরবর্তীতে সাংবাদিকদের সত্য ঘটনাটি বলেছেন যার সাথে সংবাদের কোন মিল নেই।এ কারণে আমরা কাজিপুর প্রেসক্লাবের সাংবাদিকগণ অনাকাঙ্ক্ষিত সংবাদের বিষয়ে বিব্রতবোধ করছি এবং এই সংবাদের সাথে কোনভাবেই আমরা একমত নই।

 

 আবদুল জলিল                           শাহজাহান আলী

 সাধারণ সম্পাদক                           সভাপতি

 

 


আব্দুল জলিল ২৭-০৭-২০২২ ০৫:০৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 930 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com