শিরোনামঃ
![]() ২৫-০৭-২০২২ ০৫:২০ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরে কপার ক্যাবল চুরি মামলায় চার মেকানিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার দিবাগত রাতে তাঁদেরকে উপজেলার চালিতাডাঙ্গা পল্লী বিদ্যুতের সাব-স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনার ফরিদপুর উপজেলার দিঘুলিয়া গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে সাইফুল ইসলাম (৪০), শরিয়তপুরের সখিপুর উপজেলার কবির হাওলাদার কান্দি গ্রামের আবুল হোসেন ব্যাপারির ছেলে নূর আলম (২৯), একই উপজেলার মালতকান্দি এলাকার আজিজুল হকের ছেলে আল আমিন (৩৪) ও ঘোসারহাট উপজেলার ভোগকাটি কোদালপুর গ্রামের আব্দুল কাদের (৩৫) থানা ও মামলা সূত্রে জানা গেছে, আসামীরা গত ১৫ জুন হতে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনে মেকানিকসের কাজ করছিলেন। গত ১৯ জুলাই বিকেলে তারা সাব-স্টেশনে ব্যবহৃত মালামালের ৫২ কেজি ওজনের কপার ক্যাবল চুরি করে বিক্রি করে দেন। যার বাজার মূল্য ধরা হয়েছে ৩৮ হাজার টাকা। পরে সোমবার সকালে ওই কোম্পানির সিউকিউরিটি অফিসার শামীম মিয়া বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূরে আলম সিদ্দিকী বলেন, চার জনকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী সবাইকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com