কাজিপুরে হতদরিদ্র তিরিশ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করেছে প্রভাবশালী এক পরিবার
১২ অক্টোবর, ২০২৫ ১১:৪৪ অপরাহ্ন

  

কাজিপুরে হতদরিদ্র তিরিশ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করেছে প্রভাবশালী এক পরিবার

আব্দুল জলিল
১৮-০৭-২০২২ ০৪:১০ অপরাহ্ন
কাজিপুরে হতদরিদ্র তিরিশ পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করেছে প্রভাবশালী এক পরিবার

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার উত্তরপাইকপাড়া গ্রামে ঠেলাগাড়ি, হতদরিদ্র ও নিম্ন আয়ের তিরিশটি পরিবারের চলাচলের অর্ধশত বছরের পুরনো একটি রাস্তা বন্ধ করে দিয়েছে প্রভাবশালী এক পরিবার। এতে করে ওই তিরিশ পরিবারের প্রায় দুইশ মানুষ ওই রাস্তা ব্যবহার করে বের হতে না পারায় তারা এক প্রকার মানবেতন জীবন-যাপন করছে। নিরুপায় হয়ে ভুক্তভোগীরা সিরাজগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে।মামলাটি কাজিপুর উপজেলা সহকারি কমিশনার(ভূমি)কে তদন্ত করে ১ আগস্টের মধ্যে প্রতিবেদন দেবার আদেশ দিয়েছেন আদালত।

 মামলা ও সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, উত্তরপাইকপাড়া গ্রামের নিম্ন আয়ের মানুষজন প্রায় পঞ্চাশ বছর যাবৎ বাড়ি থেকে মূল রাস্তায় বের হবার জন্যে একটি রাস্তা ব্যবহার করে আসছেন। গত রজমানের ঈদের সময়ে হঠাৎ করে ওই রাস্তা বন্ধ করে দেন একই জায়গার এন্তা মন্ডলের পুত্র আল আমিন  তার লোকজন। চলাচলের রাস্তায় তারা ইটের প্রাচির নির্মাণ শুরু করেন। এসময় ভুক্তভোগীরা কাজিপুর থানায় অভিযোগ দিলে পুলিশ এসে চলাচলের রাস্তা বের করে দেয়। এরপর গ্রাম্য মাতব্বরগণ বসে একটা মিমাংসা করে দেন। কিন্তু আল আমিন ও তার লোকজন তা না মেনে আবারো বাঁশ দিয়ে বেড়া দিয়ে চলাচলের ওই রাস্তা বন্ধ করে দেন।

ভুক্তভোগী পরিগুলোর পক্ষে মামলাটি দায়ের করেন মতিয়ার রহমানের পুত্র মাসুদ রানা। মামলায় পাঁচজনকে বিবাদী করা হয়েছে। এ বিষয়ে মাসুদ রানা আক্ষেপ করে বলেন, আমরা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন।জন্মের পর থেকে রিক্সা, ভ্যান ঠেলাগাড়ি নিয়ে আমরা ওই রাস্তা দিয়ে বের হই। এখন প্রভাবশালীরা বন্ধ করে দিছে। তাহলে গাড়ি নিয়ে বাইর না হলে প্যাট চলবো কিভাবে? খামু কি?

 এদিকে সোমবার সরেজমিন উত্তরপাইকপাড়া গেলে আল আমিন জানান, আমাদের জমি আমরা আগে তাদের চলতে দিছি।এখন দিমু না। জায়গা আমাগোরে দরকার। তাই বেড়া দিছি।

ওই গ্রামের ইউপি সদস্য মতিয়ার রহামন জানান, আমরা বারবার রাস্তা বন্ধ না করতে অনুরোধ করেছি। এমনকি ওই রাস্তার মূল্য বাবদ টাকা পরিশোধ করার কথাও বলা হয়েছে। আল আমিনরা একবার স্বীকার হয়। কিন্তু কদিন পরেই আবার বেড়া নির্মাণ করে।

 এই ঘটনায় সালিশী বৈঠকের বিচারক সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার জানান, আমরা বসে মিটে দিলাম। ওদের যা চাহিদা ছিলো সেটিও পূরণ করা হয়েছে । তারপরেও আমাদের না জানিয়ে রাস্তার জায়গা না ছেড়ে উল্টো বেড়া দিয়ে বন্ধ করেছে। এটা ঠিক হয়নি।

কাজিপুর উপজেলা সহকারি কমিশনার(ভুমি)এবিএম আরিফুল ইসলাম জানান, রাস্তা বন্ধের বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এ সংক্রান্ত আদালতের আদেশ এখনো আসেনি। 


আব্দুল জলিল ১৮-০৭-২০২২ ০৪:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 283 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com