শেরপুরে শেখ হাসিনার কারা মুক্তি দিবস উপলক্ষে যুবলীগের দোয়া মাহফিল
শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষ্যে বগুড়ার শেরপুরে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ জুলাই) বাদ আসর শেরপুর শহরের হাজিপুরে উপজেলা মডেল মসজিদে উপজেলা যুবলীগের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, যুবলীগ নেতা এম এ হান্নান, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টো, শহর যুবলীগ নেতা ফেরদৌস সরকার মুকুল,আরিফুজ্জামান সরকার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাও. হেদায়েতুল্লাহ।