শিরোনামঃ
![]() ১৫-০৭-২০২২ ০৫:৪৩ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কুনকুনিয়া গ্রামের এক ওষুধ ব্যবসায়ীকে ভূয়া চুক্তিনামা লিখে ফাঁসানোর অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ীর নাম নুরনবী ইসলাম ওরফে রাজু। তিনি উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের কুনকুনিয়া গ্রামের মৃত তাজেম উদ্দিনের পুত্র । এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই ব্যবসায়ী। ভূয়া চুক্তিনামা দেখিয়ে তার বিরুদ্ধে সিরাজগঞ্জ আমলী আদালতে মামলা করেছেন চালিতাডাঙ্গা ইউনিয়নের শিমুলদাইড় গ্রামের আজাহার আলীর পুত্র জাহাঙ্গীর আলম। শুক্রবার দুপুরে ওই গ্রামে গিয়ে সরেজমিন খোঁজ খবর নিলে মামলার বাদী জাহাঙ্গীর আলম মামলার আরজির সাথে অসঙ্গতিপূর্ণ তথ্য দেন।
সরেজমিন গিয়ে ও মামলার তথ্যে জানা গেছে, মামলার বাদী ও আসামী উভয়েই ব্যবসায়ী এবং পরস্পর পূর্ব পরিচিতি। এই সুযোগে চার বিঘা জমি খাইখালাসী দেখিয়ে বছরে কুড়ি মণ ধান দেবার শর্তে জাহাঙ্গীরের নিকট থেকে চার লক্ষ টাকা নেন নুরনবী। কিন্তু তিনি আর সেই ধান বা টাকা কোনটিই পরিশোধ না করায় ২০২০ সনের ২০ জুন তারিখে নুরনবীকে আসামী করে মামলা করেন জাহাঙ্গীর আলম। কিন্তু সরেজমিন গিয়ে জানা গেছে, আসামী নুরনবীর চার বিঘা জমি নেই। এছাড়া কোন স্ট্যাম্পেও স্বাক্ষর করেননি বলে জানান নুরনবী। ওই স্ট্যাম্পে নিয়মানুযায়ী কোন স্বাক্ষীর নামও উল্লেখ করা হয়নি। এ বিষয়ে জানতে চাইলে বাদী জাহাঙ্গীর আলম জানান, নুরনবীকে আমি তার ব্যবসার উপর টাকা দিয়েছি। তাহলে ধানের উপর টাকা দিয়েছেন মর্মে মামলা করলেন কেন জানতে চাইলে তিনি জানান, আমার থেকে নেয়া চারলক্ষ টাকা পরিশোধ করছে না নুরনবী। তাই তার নামে মামলা করেছি। নুরনবীর কোন জমি নাই জেনেও ধানের উপর টাকা দেয়ার বিষয়ে তিনি জানান, আমি টাকা দিয়েছি তার ব্যবসায়িক দোকান দেখে। মামলা করেছি। সেটা এখন আদালতেই ফায়সালা হবে।
জাহাঙ্গীরের পিতা আজাহার আলী মামলার বিষয়ে কিছু অবগন নন বলে জানান, শুনেছি আমার ছেলের নিকট থেকে কেউ টাকা নিয়েছে। কিন্তু ধানের উপর কিনা জানিনা।
মামলার স্বাক্ষী হিসেবে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এরমধ্যে তিন নম্বর স্বাক্ষী মোঃ শামীম জানান, টাকা নেবার বিষয়টি জেনেছি।
মামলার আসামী নুরনবী ওরফে রাজু বলেন, জাহাঙ্গীরের সাথে আমার ব্যবসায়ীক সম্পর্ক এবং লেনদেন ছিলো। ধানের খায়খালাসি ভূতির উপর আমি কোন স্বাক্ষর করি নাই।
এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, আমি ছুটিতে ছিলাম। ওই সময় কোর্ট থেকে প্রেরিত এই মামলাটির তদন্ত প্রতিবেদন জমা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com