কাজিপুরে আটশ কৃষক পেলো বীজ ও সার
আব্দুল জলিল
০৪-০৭-২০২২ ০৬:২২ অপরাহ্ন
|
|
কাজিপুরে আটশ কৃষক পেলো বীজ ও সার
কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ কাজিপুরে ২০২১/২২ অর্থবছরে চলতি রোপাআমন মৌসুমে উপজেলার ৮শ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষিপ্রনোদনার বীজ সার বিতরণ করা হয়েছে। কাজিপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ৪ জুলাই সকাল ১০ টায় বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী,কৃষি কর্মকর্তা রেজাউল করিম,কৃষিসম্প্রসারন কর্মকর্তা শূভজিত রায় সহ বিভিন্ন এলাকার চেয়ারম্যান, মেম্বর,সহ সুবিদাভোগি কৃষকগণ উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা জানান মৌসুমের ¯øপ্লমেয়াদী এই আমন ধান চাষ করার পর একই জমিতে কৃষকগণ রবিফসল উৎপাদন করতে পারবে
আব্দুল জলিল ০৪-০৭-২০২২ ০৬:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 379 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ