নির্বাচনী জেরে কাজিপুরে এক ইউপি সদস্যের প্ররোচনায় মামলা- এলাকাবাসির প্রতিবাদ
১৩ অক্টোবর, ২০২৫ ০২:০৩ পূর্বাহ্ন

  

নির্বাচনী জেরে কাজিপুরে এক ইউপি সদস্যের প্ররোচনায় মামলা- এলাকাবাসির প্রতিবাদ

আব্দুল জলিল
২৫-০৬-২০২২ ০৬:৫৯ অপরাহ্ন
নির্বাচনী জেরে কাজিপুরে এক ইউপি সদস্যের প্ররোচনায় মামলা- এলাকাবাসির প্রতিবাদ

স্টাফ রিপোর্টারঃ বিরোধ হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে। আর তারই জের  ধরে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে মামলার ফাঁদ পেতেছেন কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ইউপি সদস্য শাহ আলম জুড়ান। নির্বাচনে তার প্রতিপক্ষের লোকজনকে ফাঁসাতে তিনি তার কর্মিদের দ্বারা মিথ্যা মামলার ফাঁদে ফেলেছেন একই এলাকার আবু হানিফ ও তার বৃদ্ধ মাকে। ওই ইউপি সদস্য তার কর্মি নতুন মাইজবাড়ী গ্রামের শফিকুলের স্ত্রী আমিনা খাতুনকে দিয়ে সিরাজগঞ্জ কোর্টে একটি ধর্ষণ প্রচেষ্টার মামলা করিয়েছেন। এতে ফুঁসে উঠেছে গ্রামের অধিকাংশ মানুষ। ওই গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার দুইশ মানুষ এই মিথ্যে মামলার প্রতিবাদ জানিয়েছেন। গতকাল তারা গণস্বাক্ষরযুক্তএকটি লিখিত আবেদন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি দিয়েছেন।এই ঘটনার তারা সুষ্ঠু তদন্ত চেয়েছেন। আবেদনের কপি দিয়েছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার, পিবিআই সিরাজগঞ্জ, ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসারকে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত নির্বাচনে মাইজবাড়ী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন শাহ আলম জুড়ান। জয়লাভের পর থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মিদের নানাভাবে হয়রানী করে আসছেন।এরই সূত্র ধরে ওই ইউপি সদস্য তার কর্মি শফিকুল ইসলামের স্ত্রী আমিনা খাতুনকে দিয়ে গত এপ্রিল মাসের ২৪ তারিখে কোর্টে একটি ধর্ষণ মামলা দায়ের করিয়েছেন। মামলাটি বর্তমানে সিরাজগঞ্জ পিবিআই তদন্ত করছে।

 এদিকে নিরীহ একজন মানুষকে মামলায় জড়ানোর প্রতিবাদে গ্রামবাসী সংগঠিত হয়ে এর প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর দরখাস্ত দিয়েছেন।

শনিবার দুপুরে সরেজমিন ওই গ্রামে গিয়ে কথা হয় দরখাস্তকারী গ্রামবাসীদের সমন্বয়কারী ছোহরাব আলীর সাথে । তিনি বলেন, এটি একটি সাজানো মিথ্যে মামলা। মামলায় স্বাক্ষী করা হয়েছে বাদীর স্বামী, শ্বশুর আর শাশুড়িকে। গ্রামের আর কেউই ওই মামলার সত্য সম্পর্কে কিছুই জানে না।

ওই মামলার ৪ নম্বর স্বাক্ষী প্রতিবেশি সাহেরা বেগম জানান, এই ঘটনার আমি কিছুই জানি না। 

এ বিষয়ে মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন জানান, নির্বাচনী হিংসা থেকে এমন ঘটনা ঘটতে পারে। আমি এই ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি।

  


আব্দুল জলিল ২৫-০৬-২০২২ ০৬:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 320 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com