শিরোনামঃ
![]() ২৪-০৬-২০২২ ০৩:৪৫ অপরাহ্ন |
দীর্ঘ তিনযুগ পরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার এক হাজার দুইশ বিঘা জমি বছরে তিন ফসলে ফিরতে যাচ্ছে। একটি খাল বা ড্রেনের অভাবে পানি নিষ্কাশনের সুযোগ না থাকায় এসব জমিতে বছরে একটিমাত্র ফসল ফলাতে পারতেন কৃষকেরা। ফলে তাদের সংসারের অভাব ঘুচতো না।এই বঞ্চনার অবসানকল্পে জাইকা প্রকল্পের মাধ্যমে উপজেলার কাচিহারা লক্ষীপুর বিলের মধ্যে ৫৯ মিটার দীর্ঘ একটি আরসিসি ড্রেন নির্মাণ শুরু করেছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অফিস। সাত লক্ষ পয়ষট্টি হাজার টাকা বরাদ্দে নির্মিত ড্রেনটির পানি দক্ষিণে মূল খালে গিয়ে পড়বে।
শুক্রবার বেলা এগারটায় ড্রেনের নির্মাণকাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
এসময় ড্রেন নির্মাণ কাজে খুশি ভুক্তভোগী কৃষক আব্দুল বারিক জানান, আমার পাঁচবিঘা জমি। অথচ ধান দিয়ে বছর পাড়ি দিতে পারি না।অন্য জায়গার তিন বিঘা জমির কৃষকও আমার চেয়ে বেশি ধান পায়। ড্রেন হইলো, আর সমস্যা নাইকা। এহন আমিও তিন ফসল ফালাইতে পারমু।
লক্ষীপুর গ্রামের প্রধান শিক্ষক আব্দুল বাকী বলেন, আগে খাল ছিলো। জমিগুলোর ছিলো তিন ফসলী। কিন্তু ১৯৮৮ বন্যার পরে সব ভরাট হয়ে গেলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে তিনফসলী জমিতে মাত্র একটি ফসল ফলানো গেছে। ড্রেন পাকাকরণের ফলে এখন কৃষক জমিগুলোকে আগের অবস্থায় ফিরে পাবেন।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, এই ড্রেনটি এলাকার কৃষকদের একটি স্বপ্নের মতো। কাজটি ছোট কিন্তু এর ফলে কৃষক বছরে তিন ফসল ফলাতে পারবেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com