কাজিপুরে প্রতিবেশিদের চলাচলের রাস্তা বন্ধ করতে মামলার ফাঁদ
১৩ অক্টোবর, ২০২৫ ০২:০৬ পূর্বাহ্ন

  

কাজিপুরে প্রতিবেশিদের চলাচলের রাস্তা বন্ধ করতে মামলার ফাঁদ

আব্দুল জলিল
২১-০৬-২০২২ ০৬:৫৫ অপরাহ্ন
কাজিপুরে প্রতিবেশিদের চলাচলের রাস্তা বন্ধ করতে মামলার ফাঁদ

প্রতিবেশিদের অধিকাংশই দরিদ্র। কেউ ঠেলাগাড়ি, ভান চালক, কেউবা গতর খেটে খায়। দীর্ঘদিন যাবৎ এই অসহায় তিরিশটি পরিবারের লোকজন একটি ছোট রাস্তা ব্যবহার করে ভ্যান, ঠেলাগাড়ি নিয়ে তারা বাড়ি থেকে বের হতো। সম্প্রতি সেই রাস্তাটি বন্ধ করে দেয় তাদের প্রতিবেশী তিন ভাই এন্তা মন্ডল, জামাত মন্ডল খোদা বক্স মন্ডলসহ আরেকজন। বিষয়টি নিয়ে একাধিক গ্রাম্য সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। এমনকি এই ঘটনা থানা পুলিশ অবধি গড়ায়। এরপর ওই তিরিশ পরিবারের চলাচলের রাস্তা দেবার জন্যে তারা কিছু শর্ত জুড়ে, দেয়। সেসব শর্তও পূরণ করা হয়েছে। কিন্তু ওই অসহায় মানুষগুলো রাস্তার পরিবর্তে পেলেন সিরাজগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলার নোর্টিশ। এমনই ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের উত্তর পাইকপাড়া গ্রামে।ওই গ্রামের এন্তা মন্ডল, জামাত মন্ডল ও খোদাবক্স মন্ডল একটি মহলের ইন্ধনে এসব করছে বলে অভিযোগ কেরেছে ওই ভুক্তভোগী পরিবারগুলো।

 

রবিবার(১৯ জুন) সরেজমিন ওই গ্রামে গিয়ে দেখা গেছে যে রাস্তা দিয়ে তিরিশ পরিবারের লোকজন বের হতো, সেই রাস্তা থেকে শর্ত মোতাবেক একটি আধাপাকা ল্যাট্রিন সরানোর কথা থাকলেও তা অপসারণ করা হয়নি। এসময় ভুক্তভোগী পরিবারের একাধিক সদস্য তাদের নামে মামলার কপি দেখান।

 মামলাটি করেছেন রাস্তার কাজে বাধাদানকারী তিন ভাইয়ের একজন মৃত মহির মন্ডলের পুত্র এন্তা মন্ডল। মামলায় ওই তিরিশ পরিবারের সদস্য মাসুদ রানা, রাশেদ, বেলাল, আপরিফসহ মোট ১৬ জনকে আসামী করা হয়েছে।ওই মামলায় ওই তিরিশ পরিবারের সদস্যগণ বাদীকে নানা ভয়ভীতি দেখায় এবং নানা সময়ে মারপিট করতে উদ্যত হয় বলে উল্লেখ করা হয়েছে।

 

এ বিষয়ে মামলার এক নম্বর বিবাদী মাসুদ জানান, আমরা তাদের নিকটে অনেক অনুনয় বিনয় করেছি। তারা টাকা চেয়েছে আমরা ল্যাট্রিন সরানোর জন্যে চার হাজার টাকাও দিয়েছি। এখন তারা সেটি না করে উল্টো আমাদের নামে মামলা দিলো। রাস্তা না পেলে দরিদ্র মানুষগুলোর ভ্যানগাড়ি বের করবে কিভাবে?

 সালিশী বৈঠকের বিচারক সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার বলেন, আমরা সব বসে মিটে দিলাম। ওদের যা চাহিদা ছিলো সেটিও পূরণ করা হয়েছে । তারপরেও আমাদের না জানিয়ে রাস্তার জায়গা না ছেড়ে উল্টো মামলা করেছে। এটা ঠিক হয়নি।

 এ ব্যাপারে মামলার বাদী এন্তা মন্ডল জানান, ওরা আমাদের ভয়ভীতি দেখায়। তাই মামলা করেছি। সালিশী বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আগে মামলায় কি হয় দেখি।টাকা নেবার বিষয়ে বলেন, আমি নেই নাই আমার ভাই নিয়েছে। 


আব্দুল জলিল ২১-০৬-২০২২ ০৬:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 291 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com