শিরোনামঃ
![]() ১৮-০৬-২০২২ ০৫:০৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার ভাঙনে নিঃস্ব ২৩৮ টি পরিবার পেলো ৫০ হাজার করে এককোটি উনিশ লক্ষ টাকার অর্থ সহায়তা। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। শনিবার(১৮ জুন) দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ হলরুমে এই অর্থের চেক সুবিধাভোগীদের হাতে তুলে দেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এসময় এমপি জয় বলেন, বর্তমান জনবান্ধব সরকার যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের কথা বিবেচনা করে তারা যেন আবারো ঘৃরে দাঁড়াতে পারে এজন্যে এই সহায়তা প্রদান করেছেন। এমনি করে আরও যারা যমুনার ভাঙনে ভিটেবাড়ি হারিয়েছেন তাদেরকে নগদ অর্থসহ আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে থাকার ব্যবস্থা করে দেবার কাজ শুরু করা হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com