শিরোনামঃ
![]() ১৭-০৬-২০২২ ০৫:০৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুরের গাড়াবেড় গ্রামে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেড়শ মিটারের মধ্যে স্থাপন করা হচ্ছে করাতকল। কলটি স্থাপনের জন্যে পরিবেশ ও বন মন্ত্রনালয় থেকে সনদ নেবার বাধ্যবাধকতা থাকলেও সে নিয়মের তোয়াক্কা না করেই চলছে করাতকল স্থাপন কাজ। অথচ যেখানে করাতকলটি স্থাপন করা হচ্ছে তার একশ মিটারের মধ্যে দুটি মসজিদ ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ কারণে কল স্থাপনে নিষেধ করলেও তাতে কর্ণপাত করেননি কল মালিকপক্ষ। অবশেষে করাতকলটির স্থাপনকাজ বন্ধের সহযোগিতা চেয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গ্রামবাসী গত ১৪ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক দৃটি অভিযোগ দিয়েছেন।
সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি গাড়াবেড় পশ্চিম পাড়ার জয়নাল আবেদীনের বসতভিটা পাঁচ বছরের জন্য লিজ নেন মাইজবাড়ি ইউনিয়নের চকপাড়া গ্রামের আব্দুল মজিদ। তিনি ওই লিজকৃত জায়গায় মাটি কেটে ইট-সিমেন্ট দিয়ে করাতকলের ভিত তৈরি করেন।মৌখিকখাবে আব্দুল মজিদকে বার বার নিষেধ করলেও তিনি করাতকল বসানোর সিদ্ধান্তে অটল থাকেন। অথচ করাতকলটির পশ্চিমে দেড়শ মিটারের মধ্যে দুটি ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ অবস্থিত। তার পূর্বেও দেড়শ মিটারের মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তাই পড়ালেখা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সম্মানের কথা বিবেচনা করে ওই স্থানে করাতকল স্থাপন করা যুক্তিসঙ্গত নয়। করাতকল স্থাপনে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের নীতিমালার ৭ এর (খ) এ উল্লেখ করে দরখাস্তে আরও উল্লেখ করা হয় কোন সরকারি অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, ধর্মীয় প্রতিষ্ঠান, বিনোদন পার্ক, উদ্যান ও জনস্বাস্থ্য এলাকা হতে ন্যূনতম ২০০ মিটারের মধ্যে করাতকল স্থাপন করা যাবে না।
ওই গ্রামের বেশ কয়েকজন ছাত্রের অভিভাবক এ প্রতিনিধিকে জানান, গ্রামের স্কুল এরিয়ার মধ্যে করাতকলটি স্থাপন করা হচ্ছে। সারাদিন এর শব্দ আর কাঠের গুড়ো পরিবেশ দূষিত করবে। কয়েকজন মুসল্লী জানান, চারপাশে বাড়িঘর । আবার মসজিদ। এরমধ্যে কি করে স’মিল বসায়! রাস্তায় গাছের গুল রাখবে। তখন আবার সড়ক দুর্ঘটনার হার বেড়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, অভিযোগ পেয়েছি। বন কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নিয়মনীতির ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com