কাজিপুরে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে কিশোরের মৃত্যু
১৩ অক্টোবর, ২০২৫ ০৪:২৫ পূর্বাহ্ন

  

কাজিপুরে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে কিশোরের মৃত্যু

আব্দুল জলিল
১৫-০৬-২০২২ ০৫:৩২ অপরাহ্ন
কাজিপুরে নেশার টাকা না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে কিশোরের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুরে নেশার টাকা না পেয়ে সম্রাট(১৬) নামের এক কিশোর গলায় ফাঁস  দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ভবানীপুর গ্রামের   চান খার  পুত্র।

  প্রতিবেশী  ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, সম্রাট দশ বছর বয়স থেকে নানা নেশায় আসক্ত হয়ে পড়ে। মাদক কেনার টাকা না পেলে প্রায়ই সে পরিবারের লোকজনের সাথে খারাপ ব্যবহার করতো। এমনকি মারপিটেও  জড়িয়ে পড়তো।

এ নিয়ে গত মঙ্গলবার(১৪ জুন) বড় ভাই মসলিম উদ্দিনের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে সন্ধ্যায় রাগারাগি করে সে বাড়ি থেকে বের হয়ে যায়।

এদিকে রাতে বাড়ি না ফিরলে সম্রাটের বাড়ির লোকজন তাকে খোঁজাখুজি শুরু করে।

রাত সাড়ে এগারোটায়  বাড়ির পাশে  পুকুর পাড়ে গাছের সাথে ফাঁস দেয়া অবস্থায় তারা সম্রাটকে  দেখতে পায়।

খবর পেয়ে বুধবার সকালে কাজিপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এব্যাপারে কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে।


আব্দুল জলিল ১৫-০৬-২০২২ ০৫:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 361 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com