সলঙ্গায় ১ কেজি ৮০০ গ্রাম গাজা সহ ব্যবসায়ী আটক
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১২-০৬-২০২২ ০৭:২২ অপরাহ্ন
|
|
সলঙ্গায় ১ কেজি ৮০০ গ্রাম গাজা সহ ব্যবসায়ী আটক
জি,এম স্বপ্না :
সিরাজগঞ্জের সলঙ্গায় ১ কেজি ৮০০ গ্রাম গাজা সহ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সলংগা থানা পুলিশ অভিযান চালিয়ে হাটিকুমরুল গোলচত্ত্বরে লালমনিরহাট - ঢাকাগামী মক্কা এক্সপ্রেস বাসের যাত্রীর কাছ হতে উল্লেখিত পরিমান গাজাসহ আটক করেনন। আটককৃত আসামী মোঃ ওমর ফারুক তুর্য (১৮),পিতা-মোঃ এসএম এরশাদ সাং-কাশিরাম থানা-কালিগঞ্জ জেলা-লালমনিরহাট বলে জানা গেছে।এ বিষয়ে সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১২-০৬-২০২২ ০৭:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 656 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ