কামারখন্দে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
১১-০৬-২০২২ ০১:১০ অপরাহ্ন
|
|
কামারখন্দে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
জি,এম স্বপ্না :
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে লিটন হোসেন নামের এক যুবক নিহত হয়েছে।
আজ শনিবার (১১ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক লিটন হোসেন (৪০) কামারখন্দ উপজেলার টেংরাইল গ্রামের সামচু মাষ্টারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে লিটন হোসেন ওভার ব্রীজ ব্যবহার না করে ট্রেনের রাস্তা পারা হচ্ছিল, এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মুলাডুলি মুখী নীলসাগর ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ ট্রেনে কাটা পড়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন
নিহতের আত্মীয় স্বজন লাশ বাড়িতে নিয়ে গেছেন।
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ১১-০৬-২০২২ ০১:১০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1115 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ