বেলকুচিতে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় প্রশাসনের ১৪৪ ধারা জারি
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৮-০৬-২০২২ ১০:৩০ অপরাহ্ন
|
|
বেলকুচিতে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় প্রশাসনের ১৪৪ ধারা জারি
জহুরুল ইসলাম,
সিরাজগঞ্জের বেলকুচিতে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বুধবার (৮ জুন) রাত ৯ ঘটিকার দিকে এ নির্দেশন দেয়। বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরামের আগামী ৯ জুন সকাল ১০ ঘটিকায় মানববন্ধন ডাকা হয়। এদিকে বেলকুচি উপজেলা ও পৌর ছাত্রলীগ একই দিনে একই স্থানে মাদক বিরোধী বিক্ষোভ ডাকায় প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখার নির্দেশ দেন।
বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান জানান, একই দিনে এবং একই স্থানে দু'পক্ষের কর্মসূচি দেয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার শঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলে জানান।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৬-২০২২ ১০:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1197 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ