কাজিপুরে নকল নবিশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ
০৫ ডিসেম্বর, ২০২৪ ০৯:৩০ অপরাহ্ন

  

কাজিপুরে নকল নবিশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ

আব্দুল জলিল
০৭-০৬-২০২২ ০৬:৪০ অপরাহ্ন
কাজিপুরে নকল নবিশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ

কাজিপুরে  সাবরেজিস্ট্রার অফিসের স্থায়ী কর্মচারী, নকল নবিশ ও দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার ও নৈতিকতা নিশ্চিতকল্পে,  দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার  সাব-রেজিস্ট্রারের কার্যালয় মেঘাইতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে    স্বাগত বক্তব্য রাখেন  কাজিপুর  উপজেলা সাব- রেজিস্ট্রার আসিফ নেওয়াজ। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি  উপজেলার  সাব-রেজিস্ট্রার মোঃ হাসানুজ্জামান । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ মনোয়ার হোসেন। 

বক্তাগণ সঠিক দলিল লিখন পদ্ধতি, দলিল লিখনে স্বচ্ছতা, অফিস ব্যবস্থাপনা, জবাবদিহিতামূলক নাগরিক সেবা নিশ্চিতকরণ, সেবাগ্রহীতার সাথে সদাচারণ প্রভৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। 

কাজিপুর দলিল লেখক সমিতির সভাপতি শাহীন আলম মজনু, সাধারণ সম্পাদক শাহরিয়ার মোঃ বিপ্লব সহ   কাজিপুর( মেঘাই)  সাব- রেজিস্ট্রার অফিসের কর্মচারি,দলিল লেখকও নকল নবিশরা এতে অংশ নেন । 


আব্দুল জলিল ০৭-০৬-২০২২ ০৬:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 594 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com