শিরোনামঃ
![]() ০৩-০৬-২০২২ ১০:২৭ অপরাহ্ন |
স্টাফ রিপোর্টারঃ ইংরেজি ভাষায় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি. শ্রেণিকক্ষে সহজ পদ্ধতিতে শিক্ষার্থীদের ইংরেজি ভাষার শিক্ষাদান ও শিক্ষার্থীদের দিয়ে সহজেই ইংরেজি বলানোর কৌশল রপ্ত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ETAB.(English Teachers Association Of Bangladesh). শুক্রবার সিরাজগঞ্জের মাছুমপুরে ডা. নওসের আলী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে সংগঠনটির একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক এসএম নুরুল ইসলাম। সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষকগণ এতে অংশ নেন।
অনুষ্ঠানের মূল বিষয় উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি বিশিষ্ট কলামিস্ট ও শিক্ষাবিদ মাসুম বিল্লাহ। ইটাব.র লক্ষ্য উদ্দেশ্যে ও কর্মপন্থার বিষয়ে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন ও অর্থ বিষয়ক সম্পাদক সহকারি প্রধান শিক্ষিকা রুমেনা আফরোজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক, বিশিষ্ট গীতিকার উপাধ্যক্ষ আনোয়ার হোসেন। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডা. নওসের আলী মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।অন্যদের মধ্যে ইটাব’র টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক সুবহান শিশির সিরাজগঞ্জের হৈমবালা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিম উদ্দিন ও সবুজ কানন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফ বক্তব্য রাখেন। পরে সিরাজগঞ্জ জেলা কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com